Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

গুরুত্বপূর্ণ স্থাপনা

 

 

এই উপজেলাই বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছ।

১. গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প (জিকে প্রজেক্ট):  পাকিস্থানি আমলে এই প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে বৃহত্তম যশোর ও কুষ্টিয়া জেলার খরিপ মৌসুমে অর্থাৎ রোপা আমন মৌসুমে সেচ প্রদান করা হয়ে থাকে।

২. হার্ডেজ ব্রীজঃ  দেশের বৃহত্তর রেল সেতু। ইহা ব্রিটিশ আমলে ১৯১১ সালে চালু হয়।

৩. ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রঃ  বিদ্যুৎ উপাদনের ক্ষমতা ৬০ মেগাওয়াট।

৪. লালন শাহ্ সেতুঃ ইহা একটি সড়ক সেতু, যার দৈর্ঘ ১.৮ কিলোমিটার। এই সেতুর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনা হয়। ২০০৪ সালে সেতুটি উদ্ভোধন করা হয়।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)