অদ্য ১১/৩/২০১৫ খ্রি. তারিখ ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শান্তি মনি চাকমা। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণের কথা আলোকপাত করেন এবং তিনি বলেন আজকের ছাত্ররা ভবিষ্যতের সুনাগরিক হবে ও দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত হবে, সে লক্ষ্যে তাদেরকে যোগ্য করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। তিনি ছাত্র/ছাত্রীদের মাদক, বাল্যবিবাহ, যৌতুক এবং বিভিন্ন সামাজিক ব্যাধি সম্পর্কে সতর্ক থাকার জন্য আলোকপাত করেন। বাল্য বিবাহ ও মাদক সংক্রান্ত বিষয়ে সোচচার হওয়ার জন্য সমাজের অন্যন্য লোকদেরকে উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ জুলফিকার হায়দার, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ শরিফুল ইসলাম; বিদ্যালয়ের অন্যান্য ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ; স্থানীয় জনপ্রতিনিধি এবং শিক্ষক/শিক্ষিকা মন্ডলী। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও ধরমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শাহাবুল আলম লালু।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস