Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

ভেড়ামারা উপজেলায় ওয়েব পোর্টালে সবাইকে স্বাগতম। ভেড়ামারা উপজেলা কুষ্টিয়া জেলা সদর হতে ২৩ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। উপজেলার মোট আয়তন ১৫৩.৭২ বর্গ কিলোমিটার । একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়ন নিয়ে এ উপজেলা গঠিত। এ উপজেলার উত্তর পূর্বে পদ্মা নদী, পূর্ব দক্ষিণে মিরপুর উপজেলা, পশ্চিমে দৌলতপুর উপজেলা এবং পূর্বে কুষ্টিয়া সদর উপজেলা অবস্থিত।

এ উপজেলার নামকরণের কোন সুনির্দিষ্ট ইতিহাস জানা যায় না। তবে লোক মুখে জানা যায় এলাকায় অতীতে চারণ ভূমি থাকায় প্রচুর ভেড়া পালন করা হত। যার ঐতিহ্য বর্তামানে রয়েছে। সম্ভবতঃ ভেড়াপালন থেকে ভেড়ামারার নামকরণ করা হয়েছে।

এ উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। তার মধ্যে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প (জিকেপ্রজেক্ট) অন্যত্তম। পাকিস্থান আমলে এ প্রকল্পটি চালু হয়।এ প্রকল্পের মাধ্যমে বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলায় খরিপ মৌসুমে অর্থাৎ রোপা আমন মৌসুমে সেচ প্রদান করা হয়ে থাকে।এ উপজেলায় ৬০ মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে।যার মাধ্যমে দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিদ্যুৎ এর চাহিদা পুরুণ হচ্ছে। এ উপজেলা্য়   লালনশাহ্ সেতু নামে একটি সেতু রয়েছে। যার দৈর্ঘ ১.৮ কিঃ মিঃ। এ সেতুর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন  হয়েছে। এর ফলে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। এ এলাকার মানুষ বেশ অতিথি পরায়ন এবং সামাজিক।

আমি এ উপজেলাই যোগদানের পর হতে এলাকার সর্ব স্তরের মানুষের কল্যাণে সরকারি নিয়ম নীতির মধ্য থেকে নিরলস কাজ করে যাচ্ছি। আমি সবার সহযোগিতা কামনা করি।

 

উপজেলা নির্বাহী অফিসার

ভেমারা, কুষ্টিয়া।