অদ্য ১১/৭/২০১৫ খ্রি. তারিখে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, ভেড়ামারা কর্তৃক আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। মূল প্রতিপাদ্য বিষয় ছিল “ নারী ও শিশু সবার আগে, বিপদে দূর্যোগে প্রাধান্য পাবে”। র্যালী শেষে উপজেলা অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শান্তি মনি চাকমা। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: ইন্দোনেশিয়া; ডা. বিপুল কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা; ডা. বায়জিদ বস্তামি, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকাকে পুরস্কৃত করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান জনাব এ্যাড: তৌহিদুল ইসলাম আলোম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস