১৯/০৯/২০১৪খ্রি: তারিখে ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়াম কক্ষে খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ বিরোধী অভিযানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়জন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় জনাব সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অপস্থিত ছিলেন জনাব হাসানুল হক ইনু (এম.পি), তথ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়। বিশেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মহোদয় জনাব প্রলয় চিসিম, ভেড়ামারাউপজেলা নির্বাহী অফিসার জনাব শান্তি মনি চাকমা, উপজেলাপরিষদেরচেয়ারম্যানজনাবমহঃতৌহিদুলইসলামআলম, পৌর মেয়র জনাব ছামিউল হক ছানা,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃআমিরুলইসলাম, মহিলা ভাইসচেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া, বিভিন্ন প্রিন্টমিডিয়ারসাংবাদিকবৃন্দওস্থানীয়গন্যমান্যব্যক্তিবর্গ।উক্ত অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী মহোদয় খাদ্যে রাসায়ক দ্রব্য ও ভেজাল মিশ্রণ সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করেন। সবশেষে খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ বিরোধী অভিজানে এক র্যালী বের করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস