ভেড়ামারা উপজেলার অন্যতম প্রাচীন সম্পদ হচ্ছে বালি। পদ্মা ও গড়াই নদীর প্রবাহচুম্বিত এ জনপদে অনেক মানুষ বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। অনেকটায় বালু মহাল রয়েছে। এখানকার মৃত্তিকা বিশ্লেষন করে দেখা যায় বালি পাতলা ও মোটা মেশানো পলি, কাদা, নুড়ি ও কাঁকড় মিশানো দোঁআশ মাটি। অত্র উপজেলার মাটি প্রকৃতি গত ভাবেই অত্যন্ত উর্বর ও ফসল উপযোগী।কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গুরূত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ হচ্ছে বালি এবং পদ্মা নদীর মাছ।
প্রাকৃতিক সম্পদের মধ্যে পদ্মা নদী ভেড়ামারা উপজেলার সীমানার উপর দিয়ে বয়ে চলেছে। অত্র উপজেলার মৃত্তিকা স্তরে নমুনা বিশ্লেষণ করে দেখা যায় বালি পাতলা ও মোটা মিশানো পলি, কাঁদা, নূড়িও কাঁকড় মিশানো দো’আঁশ মাটি, আর মাত্র কয়েক জায়গায় রয়েছে এঁটেল মাটির প্রলেপ। অত্র উপজেলার মাটি প্রকৃতিগত ভাবে অত্যন্ত উর্বর এবং ফসল উপযোগী।
কুষ্টিয়া জেলাধীন ভেড়ামারা উপজেলা এই উপজেলার মধ্যে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ মূল্যবান বালি এবং পদ্মা নদীর মাছ উল্লেখযুগ্য ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস