Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শাখাসমূহ ও কার্যাবলি

শাখাসমূহ

কার্যাবলী

সার্টিফিকেট

কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণি ব্যাংক ও বিভিন্ন অফিস কতৃক ঋণের টাকা আদায়ের জন্য বিভিন্ন মামলা দায়ের করা হয়, সে সকল মামলার আসামিদের তলপ দেওয়া, গ্রেপ্তারী পরোয়ানা জারি, মালক্রান্তির মাধ্যমে আদায় করে সরকারী কোষাগারে জমা প্রদান করার কাজ হচ্ছে সার্টিফিকেট  শাখা।

 

গোপনীয় সহকারী

উপজেলা নির্বাহী অফিসারের মৌলিক ও গোপনীয় নির্দেশনায় যে সমস্থ কার্য সম্পাদন হয়ে থাকে, তাকে গোপনী শাখা বলে। গোপনীয় শাখা থেকে শিক্ষা সংক্রান্ত চৌকিদার/দফাদারদের বেতন-বিল, শিক্ষা সংক্রান্ত, জালানী তেল, পুলিশ ফোর্স কতৃক গুলি বর্ষণ ও নির্বাহী তদন্ত, মাসিক বিভিন্ন এ ত্রইমাসিক বিভিন্ন প্রকার রিপোর্ট রিটার্ন ও বিবিধ অভিযোগ শুনানী ইত্যাদী কার্য পরিচালনা হয়ে থাকে।

বেতনবীল

অফিসের যাবতীয় টিএ/ডিএ বীল , মাসিক বেতন বীল এবং আনুসাঙ্গিক কাজের জন্য বেতন বীল শাখা।

স্থানীয় সরকার শাখা

উপজেলা পর্যায়ে সকল ধরনের উন্নয়ন কার্যক্রম/প্রকল্প প্রনয়ণ ও বাস্তবায়ন, মূল্যায়ন ইত্যাদি।

উপজেলা প্রকৌশলী

ইউনিয়ন উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে উপজেলা উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন।

উপজেলা নির্বাহী অফিসার

ইউনিয়ন পরিষদের কাজ কর্মে সহায়তা ও উৎসাহ প্রদান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ও পরিবার কল্যাণ কার্যক্রমকে এগিয়ে নেওয়া।

সকল ইউ,পি

ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যান, সদস্য ও সচিবদেরপ্ রশিক্ষণ।

প্রকল্প বাস্তবায়ন ও উন্নয়ন কর্মকর্তা

উপজেলায় সরকারী নীতি ও কর্মসূচী বাস্তবায়ন।

উপজেলা সমবায় কার্যালয়

উপজেলায় সমবায় আন্দোলন সম্প্রসারণ ও বিকাশ।

জেলা পরিষদ

উন্নয়ন কর্মকান্ডে জেলা পরিষদকে সহায়তা করা্।