আজ ১১/৩/২০১৫ খ্রি. তারিখ উপজেলা নির্বাহী অফিসার জনাব শান্তি মনি চাকমা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত ল্যাপটপ উপজেলার ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বিতরণ করেন। বিতরণের সময় তিনি বর্তমান সরকার ঘোষিত রুপকল্প ২০২১ বাস্তবায়নে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের জন্য উৎসাহিত করেন। তিনি বলেন প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র/ছাত্রীদের এখন থেকে যদি ডিজিটাল সংক্রান্ত বিষয়াবলী ও প্রযুক্তি সম্পর্কে উৎসাহ সৃষ্টি করা যায়, তাহলে ভবিষ্যতে সেটা তাদের শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন প্রাথমিক শিক্ষাই সকল শিক্ষার ভিত্তি। প্রাথমিক শিক্ষা যদি সঠিক ভাবে ছাত্র/ছাত্রীদের মাঝে সঠিক ভাবে দেয়া না হয়, তাহলে পরবর্তীতে কোন শিক্ষাই এবং উচ্চ শিক্ষার পথ তাদের জন্য সুগম হবে না। ল্যাপটপগুলো দিয়ে ডিজিটাল ক্লাসরুম পরিচালনাসহ ছাত্র/ছাত্রীদের বিভিন্ন বিষয় উপস্থাপনের জন্য তিনি উপস্থিত সকল প্রাথমিক শিক্ষকদেরকে নির্দেশ দেন এবং এটি নিবিড়ভাবে মনিটরিং এর জন্য উপস্থিত সহাকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS