১৪/০১/১৬ ইং তারিখে “নাগরিক সেবা প্রদানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা” শীর্ষক এক বিষয় ভিত্তিক সোশ্যাল মিডিয়া সংলাপের আয়োজন করা হয়েছে...
জেলা ও উপজেলা পর্যায়ে সোশ্যাল মিডিয়া আড্ডা/সংলাপের ক্ষেত্রে দেশে অগ্রজ কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক ইতিপূর্বে আয়োজিত সোশ্যাল মিডিয়া সংলাপসমূহের সফলতার ধারাবাহিকতায় আগামী ১৪/০১/২০১৬ খ্রিঃ তারিখে দুপুর ০৩০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “নাগরিক সেবা প্রদানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা” শীর্ষক এক বিষয় ভিত্তিক সোশ্যাল মিডিয়া সংলাপের আয়োজন করা হয়েছে। সুযোগ্য জেলা প্রশাসক, কুষ্টিয়া সৈয়দ বেলাল হোসেন এর নেতৃত্বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্ভিস ডেলিভারী সিস্টেমে পরিবর্তনের ক্ষেত্রে কুষ্টিয়া জেলা সারা দেশে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। আর এর মূলে রয়েছেন আমাদের অগণিত ইউজারগণ যারা প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন তথ্য, সংবাদ ও সুচিন্তিত মন্তব্য দিয়ে সমৃদ্ধ করে চলেছেন। অনুষ্ঠিতব্য এ সোশ্যাল মিডিয়া আড্ডায় সরকারি দপ্তরে সোশ্যাল মিডিয়া’র ভূমিকা নিয়ে গবেষণারত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মহিউদ্দিনসহ তাঁর সহযোগী গবেষকগণ উপস্থিত থাকবেন। আর যথারীতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এ আড্ডায় উপস্থিত থাকতে আগ্রহী ইউজারদের বরাবরের মতো এ https://www.facebook.com/dcofficekushtia/posts/1083223631708667 লিংকে প্রবেশ করে কমেন্টে তাঁদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS